1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দিনাজপুরে ভাংচুর লুটপাট চাঁদা দাবীর দায়ে মামলা

  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ০ Time View

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
রাহেলা দাদন ব্যবসায়ী এক সময় পানি পিঠা বিক্রি করে চলত তার সংসার। ধীরে ধীরে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন তিনি। এখন তার শহরের প্রাণকেন্দ্রে রয়েছে একাধিক বিল্ডিং। এর মধ্যে একটি চার তলা বিল্ডিংও রয়েছে। তার পুত্র রাসেল দিনে ও রাতে এলাকার বিভিন্ন জায়গায় এবং এলাকার বাহিরেও চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্ম করে অতিষ্ঠ করে তুলেছে স্থানীয়দের।
তার ভাগিনা আলামিনের পিতা টেকনিক্যাল মোড়ে চা বিক্রি করে ও তার মা মেসে ঝি বাদীর কাজ করে। মামা-ভাগিনা মিলে এলাকায় তৈরি করেছে রাম-রাজত্ব। ত্রাস নামে পরিচিত তারা। ফুলবাড়ী বাসস্ট্যান্ড ১৮নং রেলগেটের পার্শ্বে পাকা ঘর নির্মাণ করে, স্থানীয় ও বহিরাগত বিপদগামীদের সাথে নিয়ে রেলওয়ের জায়গা অবৈধভাবে দখল করে পাকা ঘর বানিয়ে সাইনবোর্ড লাগানো হয়, শাপলা ক্রীড়া যুব সংঘ নামে। তবে হাসিনা সরকারের পতনের পর সাইবোর্ডটি তারা খুলে লুকিয়ে রাখে। এরা হচ্ছে আওয়ামীলীগের সক্রিয় ভাড়াটিয়া ক্যাডার। ২০২৪ স্বাধীনের পর খোলস বদল করে বিভিন্ন এলাকার স্থানীয় বিএনপি’র পাতী নেতাদের সঙ্গে মিশে গিয়ে এখন বিএনপি বনে গেছে তারা। রবিবার ১ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ২টার সময় দিনাজপুর পৌরসভাধীন ৮নং ওয়ার্ড ১৭ নং রেলগেট নিমনগর শেখপুরায় সাংবাদিক জাহিদের বাড়িতে ২০ জনের একটি টীম নিয়ে আবারও হামলা চালায় এরা, ভাংচুর করে এবং ভাড়াটিয়াদের মারধর করে। রাইস কুকার, প্রেসার কুকার, ম্যাজিক চুলা ও নগদ ৫ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায় তারা। ইতিপূর্বে ৫ই আগষ্ট সাংবাদিক জাহিদের বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ২ লক্ষ টাকার ক্ষতিসাধন করেছিল তারা। এ ব্যাপারে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, দিনাজপুর। মামলা নং-সিআর-১৫৩৪/২৪, তাং-৯ আগষ্ট ২০২৪ সোমবার ১১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের হয় এবং রবিবার ২য় বার সাংবাদিক জাহিদের বাড়িতে হামলা, লুটপাট ও চাঁদা দাবীর ঘটনায়, দিনাজপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অফিসার ইনচার্জ ফরিদ হোসেন এ প্রতিনিধিকে জানান, ৫ আগষ্টের প্রথম ভাংচুর লুটপাটের ঘটনায় আদালতে একটি মামলা হয়েছে। ১ সেপ্টেম্বর ২০২৪ ২য় হামলার ঘটনাটি অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews