1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৫ পূর্বাহ্ন

এ্যাভোকোট গাজী তৌহিদের মতবিনিময় সভা

  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১ Time View

স্টাফ রিপোর্টার
আমতলী, বরগুনা।

দলীয় পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজি, দখলবাজি করলে আমাকে জানাবেন, আমি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবো- আমতলীতে মতবিনিময় সভায় অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম ::

দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিলেন সুপ্রীম কোর্টের আইনজীবী এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব গাজী তৌহিদুল ইসলাম। বুধবার আমতলীর আইনজীবী সমিতিতে আয়োজিত মতবিনিময় সভায় কঠোর অবস্থানের জানান দেন তিনি। চাঁদাবাজ, দখলবাজদের বিরুদ্ধে প্রয়োজনে নিজে বাদী হয়ে মামলাও লড়বেন বলে জানান তিনি।

সংখ্যালঘুদের নির্যাতন সহ সব ধরণের অরাজকতার বিরুদ্ধেও সবাইকে সক্রিয় থাকার বিষয়ে পরামর্শ দেন গাজী তৌহিদুল ইসলাম। হিন্দু সহ অন্যান্য সম্প্রদায়ের কেউই সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশের নাগরিক এবং সবাই সমান অধিকারের দাবী রাখেন মর্মেও অভিমত প্রকাশ করেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে পরিবর্তিত পরিস্থিতিতে সবাইকে নিয়ে সম্প্রীতির সহাবস্থান গড়ার বিষয়েও পরামর্শ দেন সুপ্রীম কোর্টের এই আইনজীবী।

অ্যাডভোকেট মাহবুব আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন ওরফে ভিপি মামুন, যুগ্ম আহ্বায়ক মকবুল আহমেদ খান, অ্যাডভোকেট নাসির উদ্দিন তালুকদার, সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, পৌর বিএনপির আহ্বায়ক কবির আহম্মেদ ফকির, সদস্য সচিব জালাল খান, অ্যাডভোকেট জসিম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিন পাননা, সাধারণ সম্পাদক সৈয়দ নুহুউল আলম নবীন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিন শিকদার, হোসাইন আলী কাজী প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews