বরিশালের হিজলা-মেহেন্দিগঞ্জের সীমান্তবর্তী আন্ধার মানিক ইউনিয়ন সংলগ্ন হিজলা উপজেলার ৩ নং খুন্না গোবিন্দপুর মৌজার খাস জমি জোর পূর্বক দখল করার প্রতিবাদে ভূমি দস্যুর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মাঠ চত্বরে খু্ন্না গোবিন্দপুর মৌজার সীমান্ত নির্ধারনের জন্য ন্যায্য হিস্যা উদ্ধার কমিটি ও স্থানীয় জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুমিদস্যুদের হয়রানির শিকার সহিদ দপ্তরী বলেন,” আমরা নারায়ন চন্দ্র দাস ও তার স্ত্রী লক্ষ্মী রানী দাসের একটি সম্পত্তি আমরা চারজন দান পত্র মারফত পাই।২০১১-১২ সালে এই জমির বন্দোবস্ত হয়। কিন্তু আন্ধার মানিক ইউনিয়নের চিহ্নিত ভূমিদস্যু হারুন দেওয়ান এর পুত্র মাসুদ দেওয়ান ও রায়হান দেওয়ান এর কারণে আমরা জমির ন্যায্য হিস্যা পাচ্ছি না।ভুমি দস্যু হারুন দেওয়ান মতো তার ছেলেরা জোরপূর্বক মানুষের ভূমি দখল ও বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে নির্যাতন ও মামলা দিয়ে হয়রানি করে আসছে তারা।
রায়হান দেওয়ান একজন মাদকাসক্ত সর্বদা সে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকে। এই রায়হান দেওয়ান অনেক সাধারণ মানুষকে বসত ভিটা থেকে উচ্ছেদ করেছে। আমরা যখন আমাদের জমির নিকটে যাই তখন মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য বিভিন্ন পত্রিকায় আমাদের নামে মিথ্যা সংবাদ প্রকাশ করায়।এই মিথ্যাচারের প্রতিবাদে আজকের এই মানববন্ধন। এলাকার বন্দোবস্তের জমি প্রকৃত মালিক পায় সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।