মঠবাড়িয়ায় ২০২নং জানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুতোষ সমাদ্দারের বিরুদ্ধে বিদ্যালয় চলাকালীন সময় ছাত্রদের দিয়ে নিজ বাগানের সুপারি পাড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার সরেজমিন গিয়ে জানা যায়, শিক্ষক আশুতোষ সমাদ্দার ২০১৮ সালে ওই স্কুলে যোগদানের পর থেকেই কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে ব্যক্তিগত কাজ করিয়ে যাচ্ছেন। ২১ সেপ্টেম্বর সকালে ৩ ছাত্রকে তার বাড়িতে সুপারি পাড়ার জন্য নিয়ে যায়। স্থানীয় আশিষ কুমার কুলু জানান, আশুতোষ সমাদ্দার নিজের খেয়াল খুশি মতো কাজ করেন। প্রায় সময়ই নানা অজুহাতে স্কুলে অনুপস্থিত থাকেন। স্কুলের পাশে স্থানীয়দের ফল, সবজি ছাত্রদের দিয়ে চুরি করিয়ে বাড়িতে নিয়ে যান। তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ম্যানেজ করে স্কুল উন্নয়নের শ্লিপের টাকা একাই আত্মসাৎ করে আসছেন। এলাকাবাসী এ শিক্ষকের অনতিবিলম্বে বদলির দাবি করেন। এ বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুতোষ সমাদ্দার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।