1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

৩০% ভোট নিয়ে শতভাগ মানুষের প্রতিনিধিত্ব করা যাবে না

  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫ Time View

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা গণদাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা। সেখানে বক্তারা বলেন, ৩০ পার্সেন্ট ভোট নিয়ে শতভাগ মানুষের প্রতিনিধত্ব করা যাবে না।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে শহরের শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অবকাশ চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে শহীদ মিনার চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।

জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন— জেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, মাওলানা সিদ্দিকুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর আমির ইসহাক আলী খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন— পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আরেকটি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার জন্ম নেবে। অনেক রক্তের বিনিময়ে ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছ।

কোনো দলের ক্ষমতায় যাওয়ার লোভ-লালশায় জুলাই বিপ্লবের স্বাধীনতা নষ্ট করা যাবে না। ৩০ থেকে ৩৫ পার্সেন্ট মানুষের ভোট নিয়ে শতভাগ মানুষের প্রতিনিধিত্ব করার কোনো সুযোগ নেই।

একমাত্র পিআর পদ্ধতির মাধ্যমেই নির্বাচন হলে শতভাগ মানুষের প্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালিত হবে। সবার মতামত দেওয়ার স্বাধীনতা থাকবে। মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে, লুটপাট দুর্নীতি বন্ধ হবে। আর কোনো স্বৈরাচার তৈরি হবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews