1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষা পেছানোসহ ৩ দাবি বরিশালের পরীক্ষার্থীদের

  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১০ Time View

আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানোসহ ৩ দাবিতে বরিশালে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা।

রোববার দুপুরে নগরীর নতুল্লাবাদ এলাকার বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনের সড়কে জড়ো হয়ে বিক্ষোভ করে তারা। এ সময় শিক্ষার্থীরা আগামী ২৬ জুনের এইচএসসি পরীক্ষা ২ মাস পেছনোর দাবি জানায়।

এছাড়া এমসিকিউ ও সৃজনশীল যৌক্তিক পাস নম্বর নির্ধারণ করে মূল্যায়ন করা, ২০২৭ খ্রিষ্টাব্দের নতুন কারিকুলাম প্রবর্তনের আগেই ২০২৫ খ্রিষ্টাব্দে পরীক্ষার্থীদের ওপর নতুন নিয়ম চাপিয়ে না দিয়ে আগের নিয়মে পরীক্ষা গ্রহণের দাবিও জানান তারা। এই দাবিগুলোর প্রেক্ষিতে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপিক দেয়ার কথাও জানান শিক্ষার্থীরা।

এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. ইউনুছ আলী সিদ্দিকী জানান, পরীক্ষা পেছানোসহ বেশ কিছু দাবি শিক্ষার্থীরা জানিয়েছেন। শিক্ষার্থীদের দাবিগুলো মন্ত্রণালয় জানানো হবে। শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে সেই মোতাবেক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews