1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

তৃতীয় দিনে যেই লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ

  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১ Time View

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম দিন বৃষ্টিতে পরিত্যক্ত হলেও, দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে ২৭৪ রানে থামিয়ে শেষ বিকেলে বিনা উইকেটে স্কোরবোর্ডে জমা করেছে ১০ রান। তৃতীয় দিনে তাই দারুণ কিছুর স্বপ্নই দেখছে বাংলাদেশ। এরই মধ্যে নিজেদের লক্ষ্যও নির্ধারণ করে ফেলেছে সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ। যেই লক্ষ্যের কথা দিন শেষের সংবাদ সম্মেলনে এসে শোনালেন ৩ উইকেট শিকার করা তাসকিন আহমেদ।

তৃতীয় দিনে বাংলাদেশের লক্ষ্যের কথা জানিয়ে তাসকিন বলেন, ‘আসলে লিড নেওয়াটা অনেক জরুরি। উইকেট যথেষ্ট স্পোর্টিং। বোলিং, ব্যাটিং দুইটাতেই সাহায্য পাওয়া যাচ্ছে। স্পিন, পেস দুই ধরনের বোলিংয়েই সাহায্য পেয়েছি আমরা। সেক্ষেত্রে ব্যাটারদের সেট হওয়াটা গুরুত্বপূর্ণ। আশা করছি আমরা যদি কালকের দিনটা সারাদিন ব্যাট করতে পারি এবং ভালো একটা সংগ্রহ দাঁড় করাই, ফলাফল আমাদের পক্ষে আসবে ইনশা-আল্লাহ।’

দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা হয়নি পাকিস্তানের দুই তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহ’র। তবে বাকিদেরও যে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ সেটাও জানিয়েছেন তাসকিন। বলেন, ‘তারা (পাকিস্তান) দারুণ বোলিং ইউনিট। যদিও অত দেখা হয়নি এখনও। প্রথম টেস্টে যা দেখলাম তারা বেশ ভালো বোলার। ব্যাটারদের বলব যে, নতুন বলটাকে পুরোনো বানিয়ে ফেলতে। তখনই সাহায্য পাওয়া যাবে।’

১৪ মাস পর টেস্ট ক্রিকেটে ফেরা নিয়ে তাসকিন বলেন, ‘অনেকদিন পর টেস্ট ক্রিকেটে এসে শুরুটা মোটামুটি ভালোই ছিল। খেলা তো এখনও শেষ হয়ে যায়নি। দ্বিতীয় ইনিংস আছে। জেতাটাই মূল লক্ষ্য। সবার আগে দল, আলহামদুলিল্লাহ খারাপ হয় নাই। ওভারল আমরা বোলিং ইউনিট ভালো করেছি। আরও ভালো করতে পারতাম। সবকিছু নিয়েই কাজ করতেসি। অনেকদিন ধরে খেলতেছি তো, যে ফরম্যাটে যেভাবে মানিয়ে নেওয়া যায়।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews