1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ন

বরিশালে আগুনে পুড়ল দেড়শ বছরের পুরোনো মন্দির

  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ০ Time View

বরিশালে দেড়শ বছরের পুরোনো এক মন্দিরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর ইছাকাঠি এলাকার মহামায়া সড়কে শ্রীশ্রী মহামায়া মন্দিরে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও মন্দির কমিটির সভাপতি তপন মুখার্জীর বরাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আইসিটি মিডিয়া সেল জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে, মন্দিরের প্রায় ৫৬ হাজার টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়।

অগ্নিকান্ডের ঘটনায় মন্দির কমিটির কোন অভিযোগ নেই বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তবে মন্দির কমিটির এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদ ও বরিশাল মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান যুব ঐক্য পরিষদ।

বরিশাল মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান যুব ঐক্য পরিষদের সভাপতি ও মহানগর পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক রণজিৎ সেন বলেন, ‘আমরা সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি।

’ যদি শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগতো তাহলে বৈদ্যুতিক ক্যাবল কিভাবে ভালো থাকে। মিটার পুড়লেও বৈদ্যুতিক ক্যাবলের কিছু হয়নি। তাই বিষয়টি তদন্ত করা প্রয়োজন।

বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা বলেন, ‘মন্দিরটির আশপাশে হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস নেই।

’ আমরা মন্দিরটি পরিদর্শন করেছি। ঐতিহ্যবাহী দেড়শ বছরের অধিক পুরোনো মন্দিরটি পুড়ে যাওয়ার ঘটনা মেনে নেয়া সম্ভব নয়। সন্ধ্যার পর সব সুইচ বন্ধ থাকে, তাহলে কিভাবে আগুন লাগলো। এই ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন।’

এয়ারপোর্ট থানার ওসি লোকমান হোসেন বলেন, ‘ অগ্নিকান্ডের খবর শুনে ভোরে ঘটনাস্থলে ছুটে যাই। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমেই আগুনের সূত্রপাত হয়েছে।

শ্রীশ্রী মহামায়া মন্দিরটি ১৮৭০ সালে প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে, ২০১০ সালে মন্দিরটি পুনঃসংস্কার করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews