আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এজন্য ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইইউ’র প্রাক-নির্বাচনী বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, পর্যবেক্ষকরা একসঙ্গে নয়, বরং তফসিল ঘোষণার পর বিভিন্ন সময়ে আলাদা আলাদাভাবে দেশে পৌঁছাবেন। এর মাধ্যমে তারা দেশের বিভিন্ন অঞ্চলে নির্বাচন পর্যবেক্ষণের কাজ সমন্বিতভাবে সম্পন্ন করতে পারবেন।