1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন

তারা আমার মতো ইত্যাদিকেও ভালোবাসেন: হানিফ সংকেত

  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৯ Time View

ইত্যাদির নিয়মিত শিল্পীদের সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকাটাই স্বাভাবিক বলে জানিয়েছেন বিনোদন জগতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পরিচালক হানিফ সংকেত। তিনি বলেন, অনেক শিল্পীই আছেন, যারা অন্যান্য অনুষ্ঠান করলেও আমৃত্যু ইত্যাদিতেই অভিনয় করে গেছেন। সম্প্রতি একটি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন ‘ইত্যাদি’র নির্মাতা হানিফ সংকেত।

তিনি বলেন, ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পীদের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে। তারা আমাকে যেমন ভালোবাসেন, ইত্যাদিকেও তেমনই ভালোবাসেন। প্রতিটি ইত্যাদির জন্য তারা অপেক্ষা করে থাকেন বলেও জানান এ পরিচালক।

হানিফ সংকেত বলেন, দুই-একটি উদাহরণ না দিলে হয়তো বোঝা যাবে না। যেমন— পপসম্রাট আজম খান, বাংলা গানের কিংবদন্তি এন্ড্রু কিশোর কিংবা সংগীতশিল্পী খালিদ হাসান মিলু—তাদের সবারই শেষ গানটি ছিল আমার ইত্যাদিতে।

এ নির্মাতা বলেন, প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামান এবং মাসুদ আলী খানের একসঙ্গে শেষ অভিনয়টুকুও ইত্যাদিতেই ছিল। এটিএম শামসুজ্জামান ভাই শেষে যখন অসুস্থ হলেন, সেই সময় আমি হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলাম। অনেক গল্প হয়েছিল। একদিন ভাবি ফোন করে বললেন— তিনি ইত্যাদিতেই অভিনয় করতে চান।

তিনি বলেন, শারীরিক এ অবস্থায় ইত্যাদিই নির্ভরযোগ্য অনুষ্ঠান। আমি তখন বিশেষ ব্যবস্থায় তাকে এনে চেয়ারে বসিয়ে দোতলায় তুলি এবং তার সঙ্গে মাসুদ আলী খান ভাইকে নিয়ে একটি ছোট্ট নাটিকা করি। দুজনই ভীষণ খুশি হয়েছিলেন। এমন অনেক স্মৃতি রয়েছে; হয়তো ভবিষ্যতে কখনো বলব বলে জানান হানিফ সংকেত।

এ পরিচালক বলেন, অভিনেতা মহিউদ্দিন বাহার তার শেষ দিনগুলোতে অ্যাম্বুলেন্সে করে আমার এখানে এসে অভিনয় করে গেছেন। সাইফুদ্দিন আহমেদ শেষে এসে সংলাপ মনে রাখতে পারতেন না। তাই তিনি যতদিন পর্যন্ত একটি মাত্র শব্দ বলতে পারতেন, ততদিন পর্যন্ত ইত্যাদিতে অভিনয় করে গেছেন। তিনি বলেন, অভিনেতা আরিফুল হক বিদেশ যাওয়ার আগে শেষ অভিনয় ইত্যাদিতেই করে গেছেন। তেমনই অভিনেতা হাসমত, ব্ল্যাক আনোয়ার, দেশের প্রথম নায়ক আমিনুল হক, নাজমুল হুদা বাচ্চু, কেএস ফিরোজ, আব্দুল কাদের, এসএম মহসিন, বেবী জামানসহ বহু গুণীশিল্পী—যাদের শেষ কাজটি ছিল আমার অনুষ্ঠানেই বলে জানান হানিফ সংকেত।

এ নির্মাতা বলেন, ইত্যাদির শিল্পীদের সঙ্গে আমার একটা আত্মিক বন্ধন তৈরি হয়। তারা যেমন আমার সঙ্গে কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করেন, আমিও তাদের নিয়ে কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করি বলে জানান হানিফ সংকেত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews