বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক তিনবারের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন বলেছেন, বাংলার মাটিতে কোনোভাবেই স্বৈরাচারী শক্তিকে আশ্রয় দেওয়া হবে না। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন— এই দেশের মানুষ এখন পরিবর্তন চায়, তারা চায় গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের পুনঃপ্রতিষ্ঠা।
বুধবার (৮ অক্টোবর) বিকালে ছাতক দোয়ারাবাজারে ব্যানারে ৩১ দফা লিফলেট বিতরণ ও প্রচার মিছিল শেষে পথ সভায় প্রধান অতিথি হিসেবে কলিমউদ্দিন আহমদ মিলন এ কথা বলেন।
ছাতক ও দোয়ারাবাজার উপজেলার জনগণের ব্যাপক উৎসাহ উদ্দীপনার কথা জানিয়ে তিনি বলেন, আজ এই অঞ্চলের মানুষ ধানের শীষের পক্ষে এক হয়ে গেছে। তারা জানে, ধানের শীষই পারে জনগণের অধিকার ফিরিয়ে আনতে।
মিলন বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারে বিএনপি ইতোমধ্যে ঘরে ঘরে লিফলেট বিতরণ করছে। আমরা জনগণের দোরগোড়ায় যাচ্ছি— তাদের জানাচ্ছি মুক্ত গণতন্ত্রের অঙ্গীকার। প্রতিটি মানুষ আজ পরিবর্তনের পথে দৃঢ় সংকল্পবদ্ধ।
তিনি বলেন, বিএনপি জনগণের দল, জনগণের আশা ও বিশ্বাসের প্রতীক। তাই ভয় বা দমন-পীড়ন কোনো কিছুই আমাদের আন্দোলনকে থামাতে পারবে না। শেষ পর্যন্ত বিজয় হবে জনগণের—বিজয় হবে গণতন্ত্রের।
তিনি বলেন, এখন আর সাধারণ মানুষকে ‘বেহেশতের টিকিট’ দেখিয়ে বিভ্রান্ত করা যাবে না। যারা স্বপ্ন দেখিয়ে, ভয় দেখিয়ে কিংবা ধর্মীয় আবেগকে ব্যবহার করে জনগণকে হয়রানি করেছে, তাদের সেই সুযোগ শেষ হয়ে গেছে।
তিনি বলেন, বেহেশতের টিকিট দেখিয়ে আর কাউকে ধানের শীষ থেকে দূরে রাখা সম্ভব নয়। জনগণ এখন সচেতন—তারা জানে কে সত্যের পক্ষে, কে প্রতারণার আশ্রয় নেয়। বিভিন্ন কৌশল ও মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে মানুষকে হেয় প্রতিপন্ন করার সময় শেষ। এখন দেশের মানুষ নিজেদের অধিকার ও অবস্থান সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি সচেতন।
এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও আহ্বায়ক কমিটির সাবেক চেয়ারম্যান শামছুল হক নমু, সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান, সদস্য নজরুল ইসলাম, সদস্য হাজী আব্দুল বারী, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু, যুগ্মআহ্বায়ক এখলাছুর তালুকদার, যুগ্মআহ্বায়ক হারুনুর রশিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ছাতক উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক শাহ শফিকুল আলম মতি, যুগ্মআহ্বায়ক জসিম উদ্দিন, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক সদস্য কয়েছ আহমেদ, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক জাহেদুল ইসলাম আবাব, ছাতক সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুর রহমান প্রমুখ।