1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

কুমিল্লায় বাখরাবাদ গ্যাসের সাড়ে ৪ হাজার অবৈধ রেগুলেটর ধ্বংস

  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৯ Time View

কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অবৈধ রেগুলেটর ধ্বংস করা হয়েছে। সম্প্রতি মোবাইল কোর্টে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এসব রেগুলেটর কোম্পানির ইঞ্জিনিয়ারিং শাখায় জমা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ৪ হাজার ৩৪৬টি অবৈধ রেগুলেটর ধ্বংস করা হয়।

কোম্পানির গণসংযোগ বিভাগ জানায়, সম্প্রতি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে। এতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পর রেগুলেটরগুলো খুলে এনে প্রকৌশল শাখায় জমা করা হচ্ছে। গত কয়েক মাসে অভিযানে সাড়ে চার হাজার রেগুলেটর জমা পড়ে।

ধ্বংস অভিযানে উপস্থিত ছিলেন- কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলে আলম, মহাব্যবস্থাপক প্রকৌশলী মর্তুজা রহমান খান, মহাব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাক, কোম্পানির অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ শফিউল আলম, উপ-মহাব্যবস্থাপক বিমল চন্দ্র দেবনাথ, উপ-মহাব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী ছগীর আহমেদ, উপ-মহাব্যবস্থাপক মনোজ কুমার গাইন, ব্যবস্থাপক মোহা. কবিরুল ইসলাম এবং কর্মকর্তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews