1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন

বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান

  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৩ Time View

ডেক্স রিপোর্ট:

“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ. এম. জাফর আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, কবাই ইসলামিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, বাকেরগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শফিকুর রহমান, বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ছাত্র-শিক্ষক ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি ফজলুর রহমান মোল্লা, বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক আতাউর রহমান রোমান ও সাংবাদিক জাকির জোমাদ্দার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র-শিক্ষক ঐক্য পরিষদ বাকেরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মহাসিন। আলোচনা শেষে বিভিন্ন পর্যায়ের মোট ছয়জন গুণী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা হলেন—বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ. এম. আবু জাফর আহম্মেদ, কবাই ইসলামিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, দুধল ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ শাহ মোঃ সাইফুল্লাহ, বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের (কারিগরি) শিক্ষিকা সোনিয়া বেগম, নিয়ামতি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনায়েত করিম শিকদার, এবং আওলিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা তুজ জোহরা মিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকরাই জাতি গঠনের মূল কারিগর। তাদের পরিশ্রম, নৈতিকতা ও নিবেদনই একটি প্রজন্মকে আলোকিত করতে পারে। শেষে গুণী শিক্ষক ও অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্মারক ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews