1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

‎অর্ধেক জনগোষ্ঠীকে দূরে রেখে উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক আশরাফুর রহমান

  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৩ Time View

মো. সাইদুল ইসলাম ঝালকাঠিঃ

‎জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা, পুরস্কার ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ – এই প্রতিপাদ্যে এই সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক দিলারা খানমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম এ বায়েজিদ ইবনে আকবর ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
‎ফারহানা ইয়াসমিন। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাব প্রতিনিধি ইসমাইল মুসাফির, মধ্যেচাঁদকাঠী মহিলা কল্যাণ সমিতির রোকেয়া বেগম এবং কন্যাশিশুদের প্রতিনিধি হিসেবে কেওড়া কিশোর কিশোরী ক্লাবের মোহনা আক্তার।

‎প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, অর্ধেক জনগোষ্ঠীকে দূরে রেখে উন্নয়ন কখনো সম্ভব নয়। নারীরা সমাজ ও পরিবারের অর্ধেক শক্তি। একটি পরিবারে মেয়েশিশু জাগ্রত থাকলে সেই পরিবার আলোকিত হয়। কিন্তু বিয়ের পর অনেক নারী যেন হারিয়ে যায়, সমাজ তখন ভুলে যায় তার অবদান। আমাদের বুঝতে হবে, একটি দেশের উন্নয়নের মেরুদণ্ড নারী শক্তি—তাদের শিক্ষা, নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
‎কন্যাশিশুদের প্রতি সচেতনতা ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে পরিবার থেকেই। তারা শুধু পরিবারের নয়, জাতির ভবিষ্যৎ।

‎সভা শেষে কন্যাশিশুদের মধ্যে পুরস্কার ও অনুদানের চেক বিতরণ করা হয়।


আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews