1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:০১ অপরাহ্ন

বরগুনায় ভেজালবিরোধী অভিযানে তিন বেকারিকে জরিমানা

  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬ Time View

বরগুনায় খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রং মিশিয়ে আকর্ষণীয় শিশু খাদ্য তৈরির অভিযোগে অভিযান চালিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত। এসব খাবার অনেক সময় বয়স্করাও খেয়ে থাকে, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ক্যান্সার ও মৃত্যুঝুঁকি বাড়াতে পারে।

তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বরগুনা শহরের বিভিন্ন খাদ্য বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নিরাপদ খাদ্য আইন ও পরিবেশ আইনে জরিমানা করা হয়েছে।

ভেজাল খাদ্যবিরোধী এই অভিযানে বিশুদ্ধ খাদ্য আদালতের ম্যাজিস্ট্রেট ও বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়ত উল্লাহ জরিমানার আদেশ প্রদান করেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বরগুনা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে বাংলাদেশ নৌবাহিনী বরগুনা কন্টিনজেন্ট, বরগুনা সদর থানা, ডিবি পুলিশের টিম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আমিনুল ইসলাম শামীম এবং পৌর স্যানিটারি ইন্সপেক্টর ইব্রাহিম খলিল সহযোগিতা করেন।

এই অভিযানে নিরাপদ খাদ্য আইনে রুচিতা বেকারিকে ১ লক্ষ টাকা, পরিবেশ সংরক্ষণ আইনে আনন্দ বেকারিকে ১ লক্ষ টাকা এবং ওজন ও পরিমাপ দণ্ড আইনে আদিবা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, বরগুনা ফিলিং স্টেশনে তেলের ওজন পরীক্ষা করে কিছুটা ত্রুটি পাওয়ায় বিএসটিআই কর্তৃক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়। একই সাথে তেলের মূল্য অতিরিক্ত প্রতীয়মান হওয়ায় মূল্য সমন্বয়ের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews