বাকেরগঞ্জ প্রতিনিধি : খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের চৌরাস্তা বাজার পয়েন্টে সুবিধাভোগী অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।বুধবার, বৃহস্পতিবার ও রবিবার (২৪,২৫ ও ২৮ সেপ্টেম্বর) তিন দিনব্যাপী ট্যাগ অফিসারের উপস্থিতিতে পুরো প্রক্রিয়া শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় উপকারভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
চৌরাস্তা বাজারে ডিলার তাহের খানের ডিলার পয়েন্টে সুবিধাভোগীরা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে তাদের নির্দিষ্ট চাল গ্রহণ করছেন। নিয়ম অনুযায়ী প্রত্যেক জনকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ডিলার ও ট্যাগ অফিসার উপস্থিত থেকে তদারকি করায় কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ তৈরি হয়নি।
চাল নিতে আসা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মতলেব মোল্লা বলেন,
“১৫ টাকা দরে ৩০ কেজি চালপাইছি, খুব সহজে চাল পাওয়া যাচ্ছে। আগে কখনো কখনো ভিড়ের কারণে সমস্যা হতো, কিন্তু এখন ট্যাগ অফিসারের তত্ত্বাবধানে সব কিছু ঠিকমতো হচ্ছে।”
আরেকজন সুবিধাভোগী সাগরিকা রানী বলেন,
“১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পেয়ে আমাদের জন্য অনেক উপকার হচ্ছে। পরিবার চালাতে এটাই বড় সহায়তা।”
চৌরাস্তা বাজার পয়েন্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো. মিজানুর রহমান বলেন
“এই পয়েন্টের ডিলার আবু তাহের খান আমার উপস্থিতিতে ১৫ টাকা দরে জনপ্রতি ৩০ কেজি চাল বিতরণ করছেন। আমরা চেষ্টা করছি যেন কেউ বঞ্চিত না হয় এবং প্রত্যেক উপকারভোগী তার প্রাপ্য চাল নিয়ম অনুযায়ী পান। শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন সর্বদা তৎপর।”
এ বিষয়ে ডিলার আবু তাহের খান বলেন,সরকারি নিয়মানুযায়ী ট্যাগ অফিসারের উপস্থিতিতে ১৫ টাকা দরে প্রতিজনকে ৩০ কেজি চাল বিতরণ করছি। একটি স্বার্থান্বেষী মহল আমার কাজ থেকে অবৈধ সুবিধা না পেয়ে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। আমি এই দুষ্টচক্রের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।