1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

উত্তরের ৩ জেলার সঙ্গে ঢাকার বাস চলাচল বন্ধ

  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭ Time View

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে আবারও দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে মালিকরা বাস বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান (রতন)।

জানা গেছে, একতা ট্রান্সপোর্ট ও লোকাল বাস ছাড়া অন্য সব দূরপাল্লার পরিবহন বন্ধ রয়েছে। এর আগে চলতি মাসেই বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চালক, তাদের সহকারী ও সুপারভাইজাররা দুই দফা বাস বন্ধ করেছিলেন।

মালিকপক্ষের দাবি, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি করা হলেও তারা আবারও নতুন দাবি তুলছেন। শ্রমিকরা বাস যত্রতত্র থামিয়ে যাত্রী তুলতে চাইছেন এবং খোরাকি ভাতা চাইছেন। এতে ব্যবসায় ক্ষতি হবে উল্লেখ করে মালিকরা বলেন, এভাবে বাস চালানো সম্ভব নয়।

বজলুর রহমান জানান, মঙ্গলবার ঢাকায় শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়েছিল। সেখানে শ্রমিক ফেডারেশন ও মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। আলোচনায় সমঝতার পর বাস চলাচল শুরু হয়। কিন্তু নতুন বিরোধের জেরে আবার বাস বন্ধ করতে হয়েছে।

এর আগে ৭ সেপ্টেম্বর রাত থেকে তিন জেলার বাস শ্রমিকেরা কর্মবিরতি শুরু করলে দুই দিন পরিবহন বন্ধ ছিল। মালিকদের আশ্বাসে ৯ সেপ্টেম্বর বাস চলাচল স্বাভাবিক হলেও ২২ সেপ্টেম্বর থেকে আবারও শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন।

পূজার আগে তৃতীয় দফায় আবার বাস বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ দূরের গন্তব্যগামী যাত্রীরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews