লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জের ধরে রাশেদা বেগম (৬০) নামে এক নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
এ ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্তর স্ত্রীর সঙ্গে ভিকটিম প্রায়ই ঝগড়া করতো বলে ঘটনাটি ঘটিয়েছে- পুলিশের উপস্থিতিতে এমন বক্তব্য দেন ইমন।
নিহত রাশেদা লাহারকান্দি এলাকার মোবারক হোসেনের স্ত্রী। আটক ইমন একই এলাকার সেলিম হোসেনের ছেলে। তারা সম্পর্কে চাচি-ভাতিজা।
পুলিশ, নিহতের স্বজন ও ঘাতক জানায়, রাশেদা বাসায় একাই থাকতেন। শুক্রবার ফজরের নামাজের ওজু করতে তিনি ঘর থেকে বের হন। এ সময় একই বাড়ির ইমনকে তিনি ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেন। দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে কিছু না বলেই ঘরের ভেতরে ঢুকে পড়েন ইমন। একপর্যায়ে রাশেদাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। ভুক্তভোগীর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে তার গলা কেটে হত্যার পর ইমন ঘরে লুকিয়ে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ইমনকে আটক ও লাশ উদ্ধার করে।
এ সময় পুলিশের সামনেই ইমন জানান, তার স্ত্রীর সঙ্গে ওই নারী প্রায়ই ঝগড়া করতো। এর জেরে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) রেজাউল হক বলেন, পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। আটক যুবককে থানায় নেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।