1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

বাবরকে ‘স্বরাষ্ট্র উপদেষ্টা’ বানিয়ে টিকটক, ফ্যাক্টচেকে যা জানা গেল

  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪ Time View

গত ১৪ সেপ্টেম্বরে প্রায় ১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন, তাই তার নিরাপত্তা নিয়ে উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। পরিপ্রেক্ষিতে “স্বইচ্ছায় স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেন, নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হলেন লুৎফুর রহমান বাবর, বাবর ভারতের যমদূত” শিরোনামে একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে।

এ প্রতিবেদনটি প্রকাশ অবধি টিকটকে ভিডিওটি প্রায় ১ লাখ ৬১ হাজার বার দেখা হয়েছে এবং ২১৬ বার শেয়ার করা হয়েছে। পাশাপাশি, ভিডিওটিতে প্রায় ৩ হাজার সংখ্যক প্রতিক্রিয়া দেখানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগ করেননি এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও নতুন করে দায়িত্ব গ্রহণ করেননি। প্রকৃতপক্ষে, কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীন এ দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবি সম্বলিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। পর্যবেক্ষণে, রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে কথা বলতে দেখা যায়। এরই সূত্র ধরে অনুসন্ধানে গোলাম মাওলা রনির ইউটিউব চ্যানেলে গত ১৭ সেপ্টেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

১০ মিনিট ৫৯ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল রয়েছে। ভিডিওটিতে গোলাম মাওলা রনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবরের আগমন এবং এর কারণ বিশ্লেষণ করতে শোনা যায়।

ভিডিওটির ক্যাপশন এবং থাম্বনেইলে ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর সারাদেশে তোলপাড় দিল্লিতে নতুন কানাঘুষা’ শীর্ষক লিখা দেখতে পাওয়া যায়। তবে, পুরো ভিডিওটি পর্যালোচনায় গোলাম মাওলা রনিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং লুৎফুজ্জামান বাবরের ক্ষমতা গ্রহণ সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

তাছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ পদে রদবদল হলে স্বাভাবিকভাবে দেশিও এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ঢালাওভাবে খবর প্রচার হতো। তবে, এক্ষেত্রে আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য সংবাদমাধ্যমে কিংবা বিশ্বস্ত কোনো সূত্রেও খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ করেছেন এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নতুন করে দায়িত্ব গ্রহণ করেছেন শীর্ষক দাবিগুলো মিথ্যা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews