ঢাকার ধামরাইয়ে একটি প্রাইভেটকারের ভেতর থেকে ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুই মাদক কারবারিকে। সেই সঙ্গে তাদের ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বাস স্ট্যান্ড এলাকায় ওই প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি করে গাঁজা উদ্ধার করে ধামরাই পুলিশ। গ্রেফতারকৃত দুই মাদক কারবারি হলেন- আখতার হোসেন (৪২) ও হুমায়ুন কবির (৫০)।
তাদের বাড়ি কুমিল্লা জেলার কসবা থানা এলাকার আলমপুর গ্রামে বলে পুলিশ নিশ্চিত করেছে।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাতটার দিকে গোপন খবরের ভিত্তিতে উপ-পুলিশ পরিদর্শক এসএম কাউসার সুলতান ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় আমার নেতৃত্বে পুলিশ চেক পোস্ট বসিয়ে বিভিন্ন পরিবহণ ও প্রাইভেটকার থামিয়ে পুলিশি তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় কুমিল্লার কসবা থেকে আসা প্রাইভেটকারটি তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়িটির সিটের নিচে বিশেষ কায়দায় ৩০টি প্যাকেটে ৩০ কেজি গাঁজা রাখা ছিল। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেফতার ও প্রাইভেটকারটি জব্দ করা হয়।
এ ব্যাপারে ওই দুজন ও তাদের সহযোগীদের বিরুদ্ধে ধামরাই থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, তাদেরকে শুক্রবার সকালে ঢাকাস্থ ধামরাই বিশেষ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আদালতের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত রিমান্ড মঞ্জুর করলে তাদেরকে ধামরাই থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে এ ব্যাপারে আরও ব্যাপক তথ্য-উপাত্ত পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।