1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:০০ অপরাহ্ন

বরিশালে গণপিটুনির পর বহিষ্কৃত সমন্বয়ককে হাসপাতালে ভর্তি

  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

বরিশালে বিক্ষুব্ধদের গণপিটুনির শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সমন্বয়ক মারজুক আবদুল্লাহ। পরে হামলাকারীরাই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে নগরীর জিলা স্কুল মোড়ে এই ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, আলোচিত মারজুক আবদুল্লাহ পটুয়াখালীতে ডাকাতিসহ দুটি মামলার এজাহারভুক্ত আসামি। একটি মামলায় তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। কদিন আগেই সেই মামলায় জামিনে বের হয়ে বরিশালে আসেন তিনি। এরপরই বরিশালে ঘটে তার ওপর হামলার ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার নগরীর জিলাস্কুল মসজিদ থেকে মাগরিবের নামাজ আদায় করে বের হন মারজুক আবদুল্লাহ। এসময় জিলা স্কুল গেটের সামনে অপেক্ষমাণ ২০-২৫ জন লোক তার ওপর অতর্কিত হামলা করে। তারা মারজুককে বেদম মারধর করে।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধারের চেষ্টা করে। তবে তাকে উদ্ধারে বাধা দেয় বিক্ষুব্ধরা। অবশ্য পরে হামলাকারীরাই তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করে।

মারজুকের ওপর হামলাকারীদের অভিযোগ, চাঁদাবাজির অভিনব কৌশল হিসেবে মারজুক বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার শিকার হয়েছে বলে থানায় মামলা করে। সেই মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ কৃষক, দিনমজুর এবং বিএনপি নেতাকর্মীদের আসামি করে। ওই ঘটনায় সমন্বয়কের পদ থেকে বহিষ্কার করা হয় তাকে। এদিকে মামলার ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগীরাই মারজুকের ওপর হামলা করেছে বলে দাবি তাদের।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মারধরের শিকার মারজুক আবদুল্লাহ বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় একটি মামলার বাদী। হামলার ঘটনায় তিনি লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews