পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডির বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। রাতেই ঢাকার ডিবি পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) পটুয়াখালী পুলিশ মেয়র মহিউদ্দিন আহম্মেদকে ঢাকায় গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছে।
জুলাই আন্দোলনে ঢাকার বাড্ডায় ছাত্র জনতার উপর হামলায় সিরাজুল ইসলাম বেপারি নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২০ জনকে আসামি করা হয়। এই মামলায় ১৩ নম্বর আসামি করা হয় পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদকে।
পটুয়াখালী ডিবির পুলিশের ওসি মো. জসিম উদ্দিন যুগান্তরকে বলেন, তাকে ঢাকার ডিমপি পুলিশের একটি দল মহিউদ্দিন আহম্মেদকে ঢাকা থেকেই গ্রেফতার করেছে। তিনি অনেক দিন থেকেই ঢাকায় থাকেন। তার বিরুদ্ধে হত্যাসহ ৬টি মামলা রয়েছে।
উল্লেখ্য মহিউদ্দিন আহম্মেদ গত ২টি পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় দুই প্রভাবশালী প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটের ব্যবধানে পটুয়াখালী পৌরসভার মেয়র নির্বাচিত হন।