1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ

  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩ Time View

শিল্পাঞ্চল আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়াসহ বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নাসা গ্রুপের শ্রমিকরা। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন সড়ক ব্যবহারকারীরা। পরে পুলিশ জলকামান ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বাইপাইল-আব্দুল্লাহ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে নাসা গ্রুপের শ্রমিকরা।

আশা গ্রুপের আশপাশের লোকজন ও পথচারীরা জানান, নাসা গ্রুপের বন্ধ কারখানা খুলে দেয়াসহ বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধের দাবিতে সকাল ৮টার দিকে বাইপাইল-আব্দুল্লাহ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে তাদেরকে বুঝিয়ে সড়ক ছেড়ে দিতে বলেন। এসময় বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিতে অস্বীকৃতি জানান। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ জলকামান ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেন।

শ্রমিকরা জানান, আমাদের আগষ্ট মাসের বকেয়া বেতনসহ যাবতীয় পাওনাদি পরিশোধসহ কারখানা খুলে দিতে হবে। যদি বকেয়া বেতনসহ যাবতীয় পাওনাদি পরিশোধ করা না হয় তাহলে আমরা আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব।

পুলিশ জানায়, সকালে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে নাসা গ্রুপের শ্রমিকরা। এ সময় পুলিশ ও সেনাবাহিনী তাদেরকে বুঝিয়ে সড়ক ছেড়ে দিতে বলেন। শ্রমিকরা সড়ক ছেড়ে দিতে অস্বীকার করলে তাদেরকে সরিয়ে দিতে সড়কে জলকামান নিক্ষেপ করা হয়।

একটি সূত্র জানিয়েছে, জানা গেছে, গতকাল মঙ্গলবার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরে আয়োজিত ত্রি-পক্ষীয় সভায় জানানো হয়, বিদ্যুৎ-গ্যাস সংকট ও বায়ারের অর্ডার না থাকায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে কারখানার সকল কার্যক্রম বন্ধ থাকবে।

চুক্তি অনুযায়ী শ্রমিকদের আগস্ট মাসের বেতন ১৫ অক্টোবরের মধ্যে, সেপ্টেম্বর মাসের বেতন ৩০ অক্টোবরের মধ্যে এবং অন্যান্য পাওনা ৩০ নভেম্বরের মধ্যে পরিশোধ করার আশ্বাস দেওয়া হয়।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, তা স্বাভাবিক করতে কাজ করছি।

উল্লেখ্য, আশুলিয়ায় নাসা গ্রুপের ১৬টি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ নিয়ে শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচিও পালন করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews