1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:০১ অপরাহ্ন

গাজীপুরে প্রতিমা ভাঙচুর, আটক ২ কিশোর

  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ Time View

‎গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন নামাবাজার এলাকায় একটি মণ্ডপে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর করার অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে প্রথমে একজনকে ও ভোরে আরেকজনকে আটক করা হয়। গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. জাহিদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকের পর অভিযুক্তরা কিশোররা পুলিশের কাছে স্বীকার করেন, তারা প্রতিমা তৈরির কাজ দেখতে গেলে কারিগররা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। কারিগরদের ব্যবহারে তারা ক্ষিপ্ত হয় এবং প্রতিমা ভাঙার সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. জাহিদুল হাসান বলেন, ঘটনাটি নিবিড়ভাবে তদন্ত করে প্রতিমা ভাঙচুরের জন্য দায়ী দুই কিশোরকে আটক করা হয়েছে। আটককৃতরা যেহেতু অপ্রাপ্ত বয়স্ক, তাই বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনা করার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর নগরীর নামা বাজার এলাকায় মণ্ডপের কয়েকটি প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পায় পূজা কমিটির সদস্যরা। পূজার আয়োজক অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার জানান, বুধবার বিকাল ৪ থেকে ৬টার মধ্যে যে কোনো সময় অজ্ঞাত দুষ্কৃতকারীরা প্রতিমা ভাঙচুর করে।

প্রতিমা ভাঙার খবর পেয়ে জিএমপির উপপুলিশ কমিশনার, গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews