1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

ভারতের কাছে পাকিস্তানের হারের পর বাংলাদেশের সামনে এখন যে সমীকরণ

  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ শেষেই জমে উঠেছে এশিয়া কাপ। প্রথম ম্যাচে বাংলাদেশ ও দ্বিতীয় ম্যাচে ভারত জয় তুলে নিয়েছে, ফাইনালের পথে এগিয়ে গেছে অনেকটাই। এদিকে প্রথম ম্যাচে হেরে গেলেও শ্রীলঙ্কা আর পাকিস্তানের পথটা একেবারে বন্ধ হয়ে যায়নি। ফলে সমীকরণটা জমে উঠেছে ভালোভাবেই।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার রাতে শ্রীলঙ্কা শুরুতে ব্যাট করে তোলে ১৬৮ রান। বাংলাদেশ এই রান তাড়া করে ১ বল হাতে রেখে। এই জয়ের ফলে বাংলাদেশের পয়েন্টের খাতায় যোগ হয়েছে দুটি পয়েন্ট। দলের নেট রান রেট অবশ্য খুব আহামরি কিছু নয়, +০.১২১।

এরপর গতকাল রোববার রাতে পাকিস্তান ভারতের সামনে ছুঁড়ে দেয় ১৭২ রানের লক্ষ্য। সেটা ৭ বল হাতে রেখে জিতে নেয় ভারত। যার ফলে ভারতের পয়েন্ট এখন ২, আর নেট রান রেট +০. ৬৮৯। আর পাকিস্তানের নেট রান রেট এখন -০. ৬৮৯।

বাংলাদেশ ও ভারতের পয়েন্ট এখন সমান হলেও নেট রান রেটের দিক থেকে এগিয়ে আছে সূর্যকুমার যাদবের দল। আগামী বুধবার এই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামেই নিজেদের দ্বিতীয় ম্যাচ।

সেদিন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর পরদিনই পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচটা খেলবে বাংলাদেশ।

এই ২ ম্যাচের আগে সব রকমের সমীকরণই খোলা আছে বাংলাদেশের সামনে। বাকি দুটো ম্যাচ জিতলে তো কথাই নেই, এক ম্যাচ, এমনকি দুই ম্যাচে হারলেও ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের।

বাংলাদেশ পরের দুই ম্যাচে হেরে গেলেও সুপার ফোরের গণ্ডি পেরিয়ে চলে যেতে পারে ফাইনালে। সেক্ষেত্রে গতকাল পাকিস্তানকে হারানো ভারতকে পরের দুই ম্যাচের প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে কম ব্যবধানে ও শ্রীলঙ্কার বিপক্ষে বেশি ব্যবধানে জিততে হবে।

ওদিকে ভারতের কাছে হেরে বসা পাকিস্তানকে আগামীকাল রাতে শ্রীলঙ্কার কাছে হারতে হবে অল্প ব্যবধানে। আর বাংলাদেশের বিপক্ষেও পাকিস্তানকে জিততে হবে অল্প ব্যবধানে– সেটা হতে পারে শেষ বলে বা ১ রানের ব্যবধানে। সেক্ষেত্রে ভারতের থাকবে ৬ পয়েন্ট, আর বাকি তিন দলের পয়েন্ট হবে সমান ২। সেক্ষেত্রে শ্রেয়তর নেট রান রেটে থাকা দল যাবে ফাইনালে।

তবে বাংলাদেশ নিশ্চয়ই এতসব হিসেব কষতে চাইবে না! ভারত, পাকিস্তান দুই দলকে হারিয়েই যেতে চাইবে ফাইনালে। এই দুই দলকে হারানোর অভ্যাস অবশ্য ভালোভাবেই আছে বাংলাদেশের। এশিয়া কাপে সবশেষ দেখাতেও তো ভারতকে হারিয়েছিল টাইগাররা, সেটা যদিও ওয়ানডে ফরম্যাট ছিল! আর পাকিস্তানকে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছে লিটন দাসের দল। সেসব ম্যাচের পুনরাবৃত্তিই নিশ্চয় আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর চাইবে বাংলাদেশ! আর তা হলেই ৭ বছর পর এশিয়া কাপের ফাইনালে খেলবে টাইগাররা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews