1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

বরিশালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১

  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫ Time View

বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আসমা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে আরও ১৫১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

তিনি বলেন, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৮১ জন চিকিৎসাধীন। চলতি বছর বিভাগজুড়ে মোট মারা গেছেন ২৩ জন, এর মধ্যে বরগুনার বাসিন্দা রয়েছেন ৯ জন। চলতি বছর মোট ১২ হাজার ১৫২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মৃত আসমা (৪০) বরগুনার আমতলীর বাসিন্দা। তিনি বুধবার শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৫১ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি বরগুনা হাসপাতালে ৫৬ জন, বরিশাল শেবাচিম হাসপাতালে ২২ জন, বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ১৭ জন, পটুয়াখালী জেলার বিভিন্ন বিভিন্ন হাসপাতালে ২৩ জন। এছাড়া পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, ভোলায় ৫ জন ও পিরোজপুরে ৭ জন ব্যক্তি রয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বর্তমানে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা আশঙ্কাজনক। এ পরিস্থিতি থেকে বের হতে হবে। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews