1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

কুয়াকাটায় আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে জখম

  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ Time View

পটুয়াখালীর কুয়াকাটায় আনোয়ার হোসাইন (৪৮) নামে এক আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত আনোয়ারকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসকদের মতে, তার বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।

গুরুতর আহত আনোয়ার হোসাইন জানান, মহিপুর থানার ধুলাসারের নয়াকাটা গ্রামের একটি মাছের ঘের নিয়ে কুয়াকাটার হারুন মৃধার সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলে আসছিল। এ নিয়ে এক মাস আগে তিনি আদালতে মামলা করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটায় পৌঁছালে হারুনের নেতৃত্বে ১০-১৫ জন অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

এ ঘটনায় কলাপাড়া উপজেলা আইনজীবীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, বিষয়টি জেনেছি। তবে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews