1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

কল্কির সিক্যুয়েল থেকে বাদ দীপিকা

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ Time View

ক্যারিয়ারের বাজে সময় যাচ্ছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। বলিউডের আসন্ন সিনেমা ‘কল্কি ২৮৯৮’-এর সিক্যুয়েলেও দেখা যাবে না এই অভিনেত্রীকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছে ছবির টিম। দীর্ঘ আলোচনার পর দীপিকার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

এদিকে নাগ আশ্বিন পরিচালিত ছবিটিতে দীপিকাকে দেখা যাবে কিনা—এমন প্রশ্ন বহুদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল দর্শকমহলে। দীপিকার ভক্তরাও মুখিয়ে ছিল অভিনেত্রীকে এই ছবির সিক্যুয়েলে দেখতে। এবার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ছবির টিম।

এক বিবৃতিতে প্রযোজকরা জানিয়েছেন, প্রথম ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি। তবে সিক্যুয়েলের জন্য যে সময় ও দায়বদ্ধতা প্রয়োজন, তা পাওয়া যাচ্ছে না। তাই আপাতত একসঙ্গে কাজ করা সম্ভব নয়। দীপিকার জন্য শুভকামনা রইল।

এই পোস্টের পর মন ভেঙেছে দীপিকার ভক্ত অনুরাগীদের।

গত বছরের সেপ্টেম্বরে কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি মেয়ের এক বছর পূর্তি উপলক্ষে পরিবারকে সময় দিয়েছেন অভিনেত্রী। ব্যক্তি জীবনকে প্রাধান্য দেওয়ার কারণে এর আগেও সন্দীপ রেড্ডির একটি ছবি থেকে সরে দাঁড়িয়েছিলেন দীপিকা। তবে বর্তমানে পরিচালক অ্যাটলির নতুন ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews