1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

ভারতে ইলিশ পাঠাবে ৩৭ প্রতিষ্ঠান

  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ Time View

চলতি বছরও অন্তর্বর্তী সরকার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে এক হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এ বছর মোট ৩৭টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি প্রতিষ্ঠানকে নির্দিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। আজ ১৬ সেপ্টেম্বর থেকে আগামী ৫ অক্টোবরের মধ্যে রপ্তানির কাজ শেষ করতে হবে প্রতিষ্ঠানগুলোকে।

ইলিশ রপ্তানির জন্য বাণিজ্য মন্ত্রণালয় বেশ কিছু শর্ত আরোপ করেছে। শর্তগুলোর মধ্যে রয়েছে—রপ্তানি নীতি বিধিবিধান অনুসরণ করা, অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রপ্তানি না করা এবং শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে রপ্তানি পণ্যের পরীক্ষা-নিরীক্ষা করানো।

এ ছাড়া প্রতিটি পণ্য চালান শুল্ক কর্তৃপক্ষের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম দিয়ে পরীক্ষা করা হবে; যাতে অনুমোদিত পরিমাণের বেশি ইলিশ রপ্তানি না হয়। এই অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয় এবং অনুমোদিত প্রতিষ্ঠানকে নিজেরেই রপ্তানি করতে হবে, সাব-কন্ট্রাক্ট দেওয়া যাবে না।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রয়োজনে সরকার যেকোনো সময় এই রপ্তানির অনুমতি বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews