1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন

এক মিনিটের বাঁশিতেই’ বদলে যায় পুরো বাজারের চিত্র!

  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ Time View

সন্ধ্যা ঘনিয়ে আসছে। ক্রেতার ভিড়ে সরগরম চাঁদপুর বাজার। হঠাৎ বাজারে ভেসে ওঠে বাঁশির শব্দ। আর এক মিনিটের এই বাঁশি বাজতেই বদলে যায় পুরো বাজারের চিত্র।

সরেজমিনে নাটোরের নলডাঙ্গার খাজুরা ইউনিয়নের চাঁদপুর বাজারে এমন দৃশ্য দেখা যায়। প্রতিদিন দেখা যায় এক অনন্য চিত্র।

বাজার সূত্রে জানা যায়, নামাজের সময় হলে মুসলিম দোকানদারদের সঙ্গে হিন্দু দোকানদাররাও বন্ধ করে দেন তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান।

প্রতিদিন এভাবেই বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম (নুরু) বাজান সেই বাঁশি, যা নামাজের ডাকের আগাম বার্তা। এটি ধর্মীয় সম্প্রীতির একটি দারুণ উদাহরণ।

স্থানীয় বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী, তরিকুল ইসলাম, খুরশেদ হোসেন জানান, নাটোরের নলডাঙ্গার হালতিবিলের এক কোণে খাজুরা ইউনিয়নের চাঁদপুর বাজারে প্রতিদিনই বাঁশির শব্দ পাওয়া যায়, যা দীর্ঘ ২৮ বছর থেকে চলে আসছে।

খাজুরার চাঁদপুর বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম (নুরু) বলেন, এক মিনিটের বাঁশি শুধু নামাজের ডাক নয়, বরং মিলন ও সহাবস্থানের প্রতীক। চাঁদপুর বাজারের এ নিয়ম তাই হয়ে উঠেছে ভ্রাতৃত্ব আর সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করছেন স্থানীয় সচেতন মহল। ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির এ চর্চা সত্যিই প্রশংসনীয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews