1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন শুল্কহার এখন পাকিস্তানে, ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা

  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১০১ Time View

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে কম শুল্কহার রয়েছে পাকিস্তানে। দেশটির বর্তমান শুল্কহার ১৯ শতাংশ। প্রতিবেশী ভারতের ক্ষেত্রে এ হার ২৫ শতাংশ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শুল্কহার ২৯ শতাংশ থেকে কমিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘গভীর কৃতজ্ঞতা’ জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এক বিবৃতিতে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি অর্থনৈতিক সহযোগিতার এক নতুন অধ্যায় সূচিত করেছে। বিশেষ করে জ্বালানি, খনিজ সম্পদ, তথ্যপ্রযুক্তি ও ক্রিপ্টোকারেন্সি খাতে পাকিস্তান এখন বেশি সুযোগ পাবে।

বিশেষজ্ঞরা বলছেন, কম শুল্কহার পাকিস্তানের তৈরি পোশাক রপ্তানি খাতকে বড় ধরনের সুবিধা দেবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের মোট রপ্তানির প্রায় ৬০ শতাংশই আসে এই খাত থেকে। এ ক্ষেত্রে ভারতের পাশাপাশি বাংলাদেশ ও ভিয়েতনাম তুলনামূলকভাবে বেশি শুল্কের মুখে পড়েছে।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক উষ্ণ হয়েছে। গত জুন মাসে পাকিস্তান ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছিল।

সূত্র : বিবিসি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews