1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

বাংলাদেশকে বড় লক্ষ্য ছুড়ল পাকিস্তান

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৬৬ Time View

ঝড় তুলেছিলেন শাহিবজাদা ফারহান। সময় যেতেই সেই ঝড় মিয়ম্রাণ হয়ে পড়ে। কয়েকবার জীবন পেয়ে ফিফটি পার করেন পাকিস্তানের ওপেনার। শেষদিকে সালমান আগা ও মোহাম্মদ নওয়াজ খেলেন ঝড়ো ইনিংস। তাতেই ‍সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৭৯ রানের পুঁজি পায় পাকিস্তান। ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ওভারপ্রতি ৮.৯০ রান।

মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান লিটন দাস। শুরুটা পাকিস্তান ধুন্ধুমার ব্যাটিংয়ে করেন। শেষটাতেও সেই তাণ্ডব। মাঝের সময়ে দারুণ বোলিংয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ।

Advertisement

বৃহস্পতিবার হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ৪১ বলে ৬৩ রান করেন ফারহান। আরেক ওপেনার সাইম আইয়ুবের ব্যাটে আসে ২১ রান। তিনে নামা মোহাম্মদ হারিস ব্যর্থ হন। হাসান নওয়াজ ১৭ বলে করেন ৩৩ রান। তাতেই শতরান পেরিয়ে দেড়শর দিকে এগোয় পাকিস্তান।

এরপর সেই রান দুইশর কাছাকাছি নিয়ে আসেন অধিনায়ক সালমান ও মোহাম্মদ নওয়াজ। ১৬ বলে ২টি করে চার-ছক্কায় ২৭ রান করে ফেরেন নওয়াজ। ১২ রানে অপরাজিত থাকেন সালমান।

টাইগারদের হয়ে তিনটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। ২২ রানে দুটি শিকার নাসুম আহমেদের। একটি করে উইকেট তুলেছেন সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।

গত মে মাসেও লাহোরে বেধড়ক পিটুনি খেয়ে হয়ে এসেছে হোয়াইটওয়াশ। সেই টি-টোয়েন্টি সিরিজের বদলা এবার ফিরিয়ে দেওয়ার পালা। বাংলাদেশের প্রয়োজন ১২০ বলে ১৭৯ রান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews