1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

ইরান-পাকিস্তান সীমান্তে ৩৩ বাংলাদেশি আটক

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৬ Time View

অবৈধভাবে ইরানে প্রবেশের সময় পাক-ইরান সীমান্ত থেকে ৩৩ বাংলাদেশিকে আটক করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ও সীমান্তরক্ষী বাহিনী (এফসি)। বুধবার বেলুচিস্তানের চাগাই জেলার তাফতান সংলগ্ন মাশকেল এলাকায় যৌথ অভিযান চালানোর সময় তাদের আটক করা হয়। খবর সামা টিভির।

সরকারি সূত্র জানায়, মাশকেল একটি প্রত্যন্ত সীমান্ত অঞ্চল, যা অনিয়মিত অভিবাসনের জন্য পরিচিত একটি ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

আটক হওয়া ব্যক্তিরা চলতি বছরের জুন ও জুলাই মাসে বৈধ ভিসায় পাকিস্তানে প্রবেশ করলেও পরে তারা উপযুক্ত কাগজপত্র বা অনুমোদন ছাড়া অবৈধভাবে ইরানে ঢোকার চেষ্টা করেন।

সীমান্ত এলাকার এক অনাবৃত পথ দিয়ে তারা যাত্রা করার সময় নিরাপত্তা বাহিনী তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তারা ইরানে প্রবেশের জন্য বৈধ কোনো ভ্রমণ নথি দেখাতে পারেননি।

একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘৩৩ জনকেই ঘটনাস্থল থেকে আটক করে পরবর্তী তদন্তের জন্য এফআইএ-এর কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই দলটি একটি আন্তঃসীমান্ত মানব পাচার চক্রের অংশ হতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews