1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

এক প্রজন্মের লড়াইয়ে পরিবেশের উন্নতি সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা

  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১২ Time View

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এক প্রজন্মের লড়াইয়ে পরিবেশের উন্নতি ঘটানো সম্ভব নয়। পরিবেশ রক্ষায় কয়েকটি প্রজন্ম ধরে কাজ করে মূল্যবোধ গড়ে তুলতে হবে।

শনিবার (১৯ জুলাই) সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তর আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, পরিবেশ রক্ষার আন্দোলনে শিশুদের অংশগ্রহণ বাড়ানোর পক্ষে মত দিলে কাঙ্ক্ষিত ফলাফল মিলবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সফরগুলো পরিবেশবান্ধব জায়গায় আয়োজনের আহ্বান জানিয়ে বন বিভাগকে আরো পরিবেশবান্ধব রিসোর্ট নির্মাণের নির্দেশ দেন তিনি।

রিজওয়ানা বলেন, এক প্রজন্মের লড়াইয়ে পরিবেশ উন্নত করা সম্ভব নয়। এজন্য কয়েকটি প্রজন্ম ধরে কাজ করতে হবে। তবে পরিবেশ রক্ষায় এখনই মূল্যবোধ গড়ে তোলার সময়। পরিবেশ রক্ষায় পলিথিন ব্যাগের পরিবর্তে কাপড়ের ব্যাগ নিয়ে বাজারে যাওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা।

সরকারের এ উপদেষ্টা আরও বলেন, শব্দদূষণ বন্ধে সবাইকেই সচেতন হতে হবে। গাড়ি চালানোর সময় অকারণে হর্ন বাজানো বন্ধ রাখতে হবে। পরিবেশ সংরক্ষণের বিষয়টি সর্বত্র ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের পরিবেশ নিয়ে অঙ্কিত চিত্র প্রদর্শনী ও বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews