1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

বিশৃঙ্খল বিপিএলকে বাগে আনতে পারবে বিসিবি?

  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১০ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বিসিবির কাছে সোনার হরিণ। অর্থের ফোয়ারা ছোটে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টকে ঘিরে। তবে আলোর নিচে যেমন অন্ধকার, তেমনি বিশৃঙ্খল বিপিএল জন্ম দেয় নানা প্রশ্নের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখানে অসহায় না অক্ষম, বোঝা ভার। গত আসর বসেছিল সাবেক সভাপতি ফারুক আহমেদের অধীনে। এবার চ্যালেঞ্জ নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সামনে।

কয়েকদিন ধরে বিসিবিতে বিপিএল কীভাবে শুরু করা যায়, এ নিয়ে চলছে তোড়জোড়। বিভিন্ন মহল থেকে নেওয়া হচ্ছে পরামর্শ।

বিপিএলের ইস্যুতে সোমবার গুরুত্বপূর্ণ আলোচনায় বসেন বোর্ডের কয়েকজন পরিচালক। ছিলেন বিসিবি সভাপতি, বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি মাহবুবুল আনাম, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমসহ আরও দু-একজন।

আলোচনায় যোগ দেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ বিসিবির গভর্নিং কাউন্সিল সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসবে। কীভাবে নতুন করে বিপিএল শুরু করা যায় এই বিষয়ে তাদের মতামত চায় বোর্ড। বিসিবি চায় আগস্টের মধ্যে দলগুলো নিশ্চিত করতে। সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফট।

এদিকে বিসিবির একটি সূত্র জানিয়েছে, দল পেতে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বিশেষ করে নির্বাচিত সরকার না থাকায় বড় প্রতিষ্ঠানগুলো আসতে রাজি হচ্ছে না। আবার যারা আগ্রহ প্রকাশ করছে, তাদের স্থায়ী ভিত্তি নেই। সব ঠিক থাকলে ডিসেম্বর বা জানুয়ারিতে বিপিএল আয়োজন করবে বিসিবি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews