1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

দ্রাবিড়ের বিশ্বরেকর্ড কেড়ে নিয়েছেন, রুট এখন পিছু নিলেন শচীনের রেকর্ডের

  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১২ Time View

ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট শুক্রবার টেস্ট ক্রিকেটে আরও দুটি বড় অর্জন নিজের করে নিয়েছেন। তিনি ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের দুটি রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন।

লর্ডসে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার চলমান তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে রুট একটি দুর্দান্ত এক হাতের ক্যাচ নিয়ে করুণ নায়ারকে আউট করেন। জশ টাংয়ের বলে ফার্স্ট স্লিপে নেওয়া ওই ক্যাচ ছিল তার টেস্ট ক্যারিয়ারের ২১১তম ক্যাচ।

এই ক্যাচের মাধ্যমে তিনি রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে যান, যিনি ২০১২ সাল থেকে টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ফিল্ডার ছিলেন। দ্রাবিড় তার ক্যারিয়ারে ২১০টি ক্যাচ নিয়েছিলেন।

জো রুট এই কৃতিত্ব অর্জন করেছেন ১৫৬টি টেস্ট ম্যাচে, যেখানে দ্রাবিড়ের লাগে ১৬৪টি ম্যাচ।

টেস্টে সবচেয়ে বেশি ক্যাচের তালিকায় এখন শীর্ষে আছেন রুট (২১১*), এরপর দ্রাবিড় (২১০), মাহেলা জয়াবর্ধনে (২০৫), স্টিভ স্মিথ (২০০*) ও জ্যাক ক্যালিস (২০০)।

এদিনই আরেকটি রেকর্ড নিজের করে নেন জো রুট। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা রুট লর্ডস টেস্টে তুলে নেন তার ৩৭তম টেস্ট সেঞ্চুরি। এই সেঞ্চুরির মাধ্যমে তিনি দ্রাবিড় এবং অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে ছাড়িয়ে যান। দুজনেরই টেস্ট সেঞ্চুরি সংখ্যা ছিল ৩৬টি করে।

এই তালিকায় এখন রুট আছেন পঞ্চম স্থানে। তার ওপরে আছেন কুমার সাঙ্গাকারা (৩৮), রিকি পন্টিং (৪১), জ্যাক ক্যালিস (৪৫)। এই তালিকায় সবার ওপরে আছেন শচীন টেন্ডুলকার। তার নামের পাশে আছে ৫১টি সেঞ্চুরি।

বয়স মোটে ৩৪। অন্তত আরও ৩ বছর তো খেলতেই পারেন রুট। শেষ ৫ বছরে যেভাবে তরতর করে বেড়েছে তার সেঞ্চুরির সংখ্যা, তাতে এই সময়টা টানা খেলে গেলে কে জানে, হয়তো দ্রাবিড়ের রেকর্ডের মতো শচীনের চেকর্ডও নিজের করে নেবেন ইংলিশ এই ব্যাটার!

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews