1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

কেন্দ্রীয় নয়, নিজ নিজ শিক্ষা বোর্ডে প্রকাশ হবে এসএসসির ফল

  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৪ Time View

অবশেষে অপেক্ষার অবসান হচ্ছে। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশিত হবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করবে।

তবে এবার ফল প্রকাশের প্রক্রিয়ায় এসেছে বড় পরিবর্তন। কেন্দ্রীয়ভাবে ফল ঘোষণা না করে, প্রতিটি শিক্ষা বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে আলাদাভাবে ফল প্রকাশ করবে।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল একযোগে প্রকাশিত হবে।

যেভাবে জানা যাবে ফলাফল :

১. ওয়েবসাইট : পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাবোর্ড ও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে। সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠানকেও ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে হবে।

২. এসএমএস : নির্ধারিত শর্ট কোড ১৬২২২-তে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো পত্রিকায় ফল পাওয়া যাবে না।

ফল পুনর্নিরীক্ষণের সুযোগ :

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের দেওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এবারের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী অংশ নেয়। গত বছরের তুলনায় প্রায় এক লাখ পরীক্ষার্থী কম থাকলেও, এ বছর অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য। প্রথম দিনেই প্রায় ২৬ হাজার ৯২৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews