1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

আসছে ‘লাকি ভাস্কর’-এর সিক্যুয়েল

  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২১ Time View

ব্লকবাস্টার তেলেগু সিনেমা ‘লাকি ভাস্কর’-এর সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা চলছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক ভেঙ্কি আটলুরি।

তবে এখনই শুটিং শুরুর সম্ভাবনা নেই বলে জানিয়ে তিনি বলেন, হ্যাঁ, ‘লাকি ভাস্কর’-এর দ্বিতীয় কিস্তি নিয়ে আমরা এগোচ্ছি। দর্শক যেভাবে সিনেমাটি গ্রহণ করেছেন, তাতে দ্বিতীয় পর্ব না করার উপায় ছিল না। তবে শুটিং কবে শুরু হবে, তা এখনই বলতে চাই না।

বর্তমানে হায়দরাবাদে আটলুরি তার নতুন একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত। সেই সিনেমার গল্প নিয়েই কথা বলতে গিয়ে উঠে আসে ‘লাকি ভাস্কর ২’-এর প্রসঙ্গ।

প্রথম কিস্তির গল্পের ধারাবাহিকতায় তৈরি হবে দ্বিতীয় কিস্তির চিত্রনাট্য। তবে এবার গল্পে থাকছে নতুন মোড়, নতুন চমক এবং প্রথম পর্বের কিছু অমিমাংসিত রহস্যের জট খোলার ইঙ্গিত।

২০২৪ সালে মুক্তি পাওয়া ‘লাকি ভাস্কর’ সিনেমাটিতে দুলকার সালমান, মীনাক্ষী চৌধুরী, রামকি ও সাই কুমার অভিনয় করেন। একজন সাধারণ ব্যাংককর্মীর হঠাৎ জীবনের মোড় ঘুরে যাওয়ার রোমাঞ্চকর গল্প দর্শকের ভালো লেগেছিল। মুক্তির পর বক্স অফিসে সাফল্যের পাশাপাশি নেটফ্লিক্সেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে সিনেমাটি।

এখনও ‘লাকি ভাস্কর টু’-এর কলাকুশলী বা টেকনিক্যাল টিমের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, দুলকার সালমান দ্বিতীয় কিস্তিতেও প্রধান চরিত্রে থাকবেন।

সিক্যুয়েলের বিষয়ে আরও বিস্তারিত ঘোষণা শিগগিরই আসবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। দর্শকদের আগ্রহে ইতোমধ্যে সিনেমাটি ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews