1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

দম’-এ একসঙ্গে আফরান নিশো ও চঞ্চল চৌধুরী

  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৭ Time View

জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’ নিয়ে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন দুই জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমা মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে (২০২৬)।

নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম’ একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। একজন সাধারণ মানুষের ক্ষমতার থিম নিয়ে গল্পটি এগিয়েছে। এমন একটি গল্প অনেকদিন ধরে খুঁজছিলাম। ২০১২ সালে ‘চোরাবালি’ দিয়ে সিনেমায় অভিষেকের পর এটাই রনির তৃতীয় চলচ্চিত্র।

এর আগে একসঙ্গে কাজ না করলেও নাট্যজগতের দুই জনপ্রিয় মুখ এবার একসঙ্গে আসছেন রূপালি পর্দায়। আফরান নিশো বলেন, ‘দম’ একটি সার্ভাইভাল ইনস্পিরেশনাল সিনেমা। এমন গল্পে অভিনয়ের সুযোগ পাওয়া আমার জন্য চ্যালেঞ্জিং এবং আনন্দের।

অন্যদিকে, চঞ্চল চৌধুরী বলেন, রেদওয়ান রনি সিনেমা পরিচালনায় ফিরছেন, এটাই তো আনন্দের। ‘দম’-এর গল্প ভীষণ শক্তিশালী ও চমকপ্রদ। এ ধরনের গল্প নিয়ে আগে কখনো কাজ করিনি।

২০২৩ সালের ডিসেম্বর মাসে সিনেমাটির ঘোষণা আসে। অল্প সময়ের মধ্যেই শুটিং শুরু হবে। ২০২৬ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে।

রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছেন এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি। এসভিএফ আলফা-আইর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘দম’ হচ্ছে আমাদের পরবর্তী বড় আয়োজন। সুড়ঙ্গ, তুফান, দাগির পর দর্শকের প্রত্যাশা পূরণে আমরা গল্প ও প্রোডাকশনে কোনো ছাড় দিচ্ছি না।

সিনেমাটির নারী কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করছেন বা শুটিং কোথায় হবে- তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। রেদওয়ান রনি জানান, “শিল্পী নির্বাচন ও লোকেশন ফাইনাল করার কাজ চলছে। দর্শকের আগ্রহে আমরা কৃতজ্ঞ। সময়মতো সব জানানো হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews