1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

জুলাই অভ্যুত্থান নিয়ে কটূক্তি করা সেই পুলিশ সদস্য বরখাস্ত

  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৮ Time View

কুষ্টিয়ায় জুলাই অভ্যুত্থান নিয়ে কটূক্তি করে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে কুষ্টিয়ার এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ফারজুল ইসলাম রনি ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন।

শ‌নিবার (৫ জুলাই) দুপুর ২টার দি‌কে কুষ্টিয়ার পু‌লিশ সুপার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই নি‌য়ে আপ‌ত্তিকর পোস্ট করেন ট্রা‌ফি‌কে কর্মরত ওই পু‌লিশ সদস্য। এরপর তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কু‌ষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বি‌ক্ষোভ ক‌রেন বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নের নেতাকর্মীরা।

ঘটনার দিন রাতেই তার ছুটি বাতিল করে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পাশাপাশি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এক ফেসবুক পোস্টে ফারজুল দাবি করেন, তার ব্যবহৃত অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। পুলিশের ভাষ্য, ছুটিতে গিয়ে ওই পোস্ট দেন ফারজুল। এরপর থেকে তিনি কাজে ফেরেননি, রয়েছেন আত্মগোপনে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাকে ক্লোজড করা হয়েছিল। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, ফারজুল ইসলাম রনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের মৃত জালাল উদ্দিন মৃধার ছেলে। তিনি ২০২৩ সালের ১৩ জুলাই থেকে কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews