1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

বাংলাদেশি বোলারদের মধ্যে শীর্ষে তাইজুল

  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৯ Time View

শ্রীলংকার বিপক্ষে কলম্বো টেস্টে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারলেও বল হাতে আলো ছড়ান বাহাতি স্পিনার তাইজুল ইসলাম।স্বাগতিকদের একমাত্র ইনিংসে তিনি নিয়েছিলেন পাঁচ উইকেট।

বুধবার প্রকাশিত আইসিসি র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ টেস্টে নিজের ১৭তম ফাইফারের পুরস্কার পেলেন বাংলাদেশের অভিজ্ঞ এ স্পিনার। টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন ৩৩ বছর বয়সি তাইজুল। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই এখন শীর্ষে।

ক্যারিয়ারসেরা অবস্থান থেকে মাত্র এক ধাপ নিচে আছেন এই বাঁ-হাতি স্পিনার। ২০২৩ সালে ১৫ নম্বরে উঠেছিলেন তিনি। তাইজুল ছাড়া বাংলাদেশের বাকি প্রায় সবাই র‌্যাংকিংয়ে পিছিয়েছেন।

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির সুবাদে টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠেছেন শ্রীলংকার ওপেনার পাথুম নিশাঙ্কা। দুই ধাপ এগিয়ে এখন ১৩ নম্বরে আরেক লংকান দিনেশ চান্দিমাল।

এক ধাপ এগিয়ে ছয়ে উঠেছেন ভারতের কিপার-ব্যাটার ঋষভ পন্ত। তিন ধাপ এগিয়ে শীর্ষ দশে ফিরেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড (১০)। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে ব্যাটে-বলে আলো ছড়িয়ে তিন বিভাগেই উন্নতি করেছেন দক্ষিণ আফ্রিকার দুই অলরাউন্ডার করবিন বশ ও উইয়ান মুল্ডার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews