টি-টোয়েন্টিতে সাধারণত ইনিংসের প্রথম ৬ ওভার পাওয়ার প্লে ধরে খেলা হয়। কিন্তু বৃষ্টি বাগড়া বা ভিন্ন কারণে খেলার পরিধি কমে গেলে এলোমেলো পরিস্থিতি তৈরি হয়। সেই সমস্যা কাটাতে নতুন সিদ্ধান্ত আনছে আইসিসি। জুলাইয়ে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ থেকেই যা কার্যকর করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনো ম্যাচ ৮ ওভারে নেমে আসে তবে ওই ম্যাচের পাওয়ার প্লে ধরা হবে ২.২ ওভার। যদি খেলাটি ১৪ ওভারের হয়, তবে টি-টোয়েন্টি ম্যাচটির ৪.১ ওভার পর্যন্ত পাওয়ার প্লের নিয়মে ধরা হবে। এ সময়ে ত্রিশ গজের বাইরে সর্বোচ্চ দুজন ফিল্ডার রাখা যাবে। খেলা যত ওভারে হবে তার প্রায় ৩০ শতাংশ বল হবে পাওয়ার-প্লে।