1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

তাহসানের আবারও বিয়ের দরকার ছিল না: মন্দিরা চক্রবর্তী

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৮ Time View

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানকে নিয়ে অভিমান ঝরলো অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর কণ্ঠে। এক সময় প্রকাশ্যে তাহসানকে ‘ক্রাশ’ বলেছিলেন মন্দিরা। আর এবার তাহসানের বিয়ে নিয়ে হালকা আক্ষেপের সুরেই জানালেন— ‘তাহসানের আবার বিয়ের কী দরকার ছিল?’

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈদে মুক্তিপ্রাপ্ত নিজের নতুন সিনেমা নীলচক্র ও অন্যান্য কাজ নিয়ে কথা বলার সময় তাহসান প্রসঙ্গে প্রশ্ন করা হলে মজার ছলেই পাল্টা প্রশ্ন করেন মন্দিরা, ‘কে যেন? ওহ, তাহসান।’ উপস্থাপক তাকে মনে করিয়ে দিলে তিনি হেসে বলেন, ‘হ্যাঁ, ওর তো বিয়ে হয়ে গেছে। তাই ভুলে গেছি!’

সাক্ষাৎকারে খানিকটা আফসোসের সুরে মন্দিরা বলেন, ‘কী দরকার ছিল বিয়ে করার? তাহসান কেন বিয়ে করল, দরকার তো ছিল না।’ এরপর আবার হেসে পরিস্থিতি হালকা করে দেন।

তবে নিজের অনুভূতির ব্যাখ্যা দিতে গিয়ে মন্দিরা স্পষ্ট করে বলেন, , ‘একজন ভক্ত হিসেবে অভিমানী হয়ে আমার এটা প্রায়ই মনে হয়। সত্যি করে বলতে, আমি সারা জীবন তার গানের ভক্ত থাকব। ধরুন, আমি এখন মন্দিরা না, আমি এখন নায়িকা না, আমি মিডিয়ায় কাজ করি না। আমি আমজনতা হিসেবে আমার দুঃখটা শেয়ার করলাম। একজন ভক্ত হিসেবে আমার মনে হয়, কেন ও বিয়ে করল, দরকার তো ছিল না।’

উল্লেখ্য, ২০২৪ সালের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজাকে বিয়ে করেন তাহসান খান। এর আগে তিনি দীর্ঘদিন একা ছিলেন সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর।

অন্যদিকে, ২০১২ সালে টেলিভিশন রিয়ালিটি শো সেরা নাচিয়ে-তে রানার-আপ হয়ে শোবিজে পথচলা শুরু করেন মন্দিরা চক্রবর্তী। এরপর নাটকে কাজ করার পর ২০২৪ সালে ‘কাজলরেখা ’সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews