1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

‘মিরাজ যতদিন আছে, দলে জায়গা নেই মোসাদ্দেকের’

  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১১ Time View

চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসরে যাওয়া দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমকে ছাড়া এই প্রথম সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ।

সোমবার শ্রীলংকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করার সময় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেন, ‘আমরা প্রত্যাশা করছি ভালো স্ট্রাইক রেটের সঙ্গে প্রয়োগটা ঠিক রেখে যেন ব্যাটিং হয়। এই জায়গায় একে অন্যের পরিপূরক হিসাবে কাজ করছে তানজিদ ও পারভেজ। নাঈম এখনো আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে নিজের সক্ষমতা দেখাতে পারেনি। নাঈমও এখন স্ট্রাইক রেট ভালো রেখে ব্যাট করছে।’

তিনি বলেন, ‘বিজয় (এনামুল হক) ব্যর্থ হলেও সিস্টেমের মধ্যে থাকবে। জাকির হাসান, মাহমুদুল হাসানরাও একটা পদ্ধতির মধ্যে থাকবে। ক্রিকেটাররা ব্যর্থ হতেই পারে। তাদের সাহায্য করতে হবে। ক্রিকেটারদেরই সবচেয়ে বেশি নিবেদন থাকতে হবে। অভিজ্ঞতা কেনা যায় না। ভুলত্রুটি শুধরে ফেরাটাই আসল।’

বাঁহাতি তরুণ স্পিনার রকিবুল হাসান ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেও দলে সুযোগ পাচ্ছেন না। অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন কেন নেই। গাজী আশরাফ বলেন, ‘আমরা চাই রকিবুল আরও শক্তভাবে দলে আসুক। আর মিরাজ থাকা পর্যন্ত মোসাদ্দেকের দলে জায়গা নেই।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews