বেশ কিছুদিন থেকেই চড়েছে কথা। নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ছাড়ার আলোচনা নতুন করে সামনে এনেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। এক প্রতিবেদনে তারা জানায়, শ্রীলংকার বিপক্ষে কলম্বো টেস্টের পরই দায়িত্ব ছাড়বেন শান্ত। ওই বিষয়টি নিয়ে আজ কথা বলেছেন শান্ত। ভক্ত-সমর্থকদের কাছে মাতামাতি না করারর অনুরোধও করে বসেছেন।
শান্তর ঘনিষ্টজন এমন একজনের বরাতে ক্রিকবাজ জানিয়েছে, নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিছেন শান্ত। বাকি শুধু আনুষ্ঠানিকতার। বিসিবিকেও নাকি তিনি জানিয়ে দিয়েছেন। তবে শান্ত আজ কলম্বো টেস্ট সামনে রেখে অনুশীলনে এসে বলেছেন, এখনও তেমন কিছু ভাবেননি।
কলম্বোতে অনুশীলনের আগে নেতৃত্ব ছাড়ার ইস্যুতে প্রশ্ন করা হলে, টাইগার কাপ্তান বলেছেন, ‘আলোচনা তো আগে থেকেই হচ্ছে, আলোচনা হচ্ছে হতে থাক। আমি এ বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না। কারণ দুইদিন পরে টেস্ট ম্যাচ, টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই। টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই, একজন অধিনায়ক হিসেবে, একজন ব্যাটার হিসেবে। এই মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গায় থাক।’