1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

নবীন শিক্ষার্থীদের কোরআন উপহার দিল জবি ছাত্রশিবির

  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৬ Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবীন শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে কোরআন শরিফ বিতরণ করেছে শাখা ছাত্রশিবির। এসময় ৫০০ শিক্ষার্থীর হাতে কোরআন বিতরণ করা হয়।

রোববার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

‎সংগঠনটি জানায়, নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে আগমন উপলক্ষে দিনব্যাপী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে কোরআন উপহার দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের ছাত্রশিবিরের ডেস্ক থেকে বিনামূল্যে কোরাআন সংগ্রহ করতে পারবেন। দিনব্যাপী এ কার্যক্রমটি পরিচালিত হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে যে কেউ এই উপহার গ্রহণ করতে পারবেন।

‎এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সোহাগ আহম্মেদ বলেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক ও মানোন্নয়নই আমাদের কাজের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা যেন নৈতিকতা বোধসম্পন্ন মানুষ হতে পারে, তারই ধারাবাহিকতায় আজ বিশ্ববিদ্যালয়ে আসা নবীন শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরিফ ও কলম উপহার দেওয়ার কর্মসূচি নিয়েছি। নবীন শিক্ষার্থীদের পাশাপাশি আমাদের আগের শিক্ষাথীদের মধ্যে কোরআন দেওয়ার কর্মসূচিতে যারা রেজিস্ট্রেশন করেছিল তাদেরও দেওয়া হবে।

তিনি আরও বলেন, দিনব্যাপী এ কর্মসূচিতে ১০০০ শিক্ষার্থীকে উপহার দেওয়ার পরিকল্পনা আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews