1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

৩৬৮ রান খরচ করে টাইগারদের শিকার ৪ উইকেট

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১২ Time View

গল টেস্টে রানের বন্যা বাইছে। দুই দিনে বাংলাদেশের করা ৪৯৫ রানের জবাবে এক দিনেই ৩৬৮ রান করেছে স্বাগতিক শ্রীলংকা। তৃতীয় দিনের খেলা শেষে টাইগারদের চেয়ে ১২৭ রানে পিছিয়ে রয়েছে লংকানরা।

মঙ্গলবার শ্রীলংকার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।

সেই অবস্থা থেকে দলকে টেনে পাঁচশো রানের কাছাকাছি নিয়ে যান মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। সাবেক অধিনায়ক মুশফিক করেন ১৬৩ রান।

বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ১৪৮ রান। আর উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস করেন ৯০ রান। এই তিন তারকার ব্যাটিং শৈলীতে প্রথম ইনিংসে ৪৯৫ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

আজ তৃতীয় দিনের শুরুতে নাহিদ রানা আউট হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়।

দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিনের শেষ বিকেল পর্যন্ত তিন সেশন খেলে ৪ উইকেট হারিয়ে ৩৬৮ রান করেছে শ্রীলংকা।

ওপেনিংয়ে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়ার একিবারে শেষ মুর্হুতে আউট হন পাথুম নিশাঙ্কা। ২৭ বছয়র বয়সী এই ওপেনার হাসান মাহমুদের বলে বোল্ড হওয়ার আগে ২৫৬ বল মোকাবেলা করে ২৩টি চার আর একটি ছক্কার সাহায্যে করেন ১৮৭ রান।

টেস্ট ক্যারিয়ারে এটাই তার সর্বোচ্চ রানের ইনিংস। তবে গত বছর ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরির স্বাদ পান নিশাঙ্কা।

গল টেস্টে ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে ১১৯ বল মোকাবেলা করে ৫টি চারের সাহায্যে ৫৬ রান করেন শ্রীলংকার সাবেক আরেক অধিনায়ক দীনেশ চান্ডিমাল।

ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমে ৫৯ বলে চারটি বাউন্ডারির সাহায্যে ৩৯ রান ফেরেন শ্রীলংকার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৩৪ বলে ২৯ রান করেন আরেক ওপেনার লাহিরু উদারা।

গল টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলংকার সংগ্রহ ৪ উইকেটে ৩৬৮ রান। বাংলাদেশ থেকে এখনও ১২৭ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। শ্রীলংকার হাতে আছে ৬ উইকেট। ৩৭ ও ১৭ রানে অপরাজিত আছেন কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews