1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

ইউনূস-তারেক মিটিংয়ের পরে এনসিপি এতিম হয়ে গেছে : মাসুদ কামাল

  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১২ Time View

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিটিংয়ের পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এতিম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।

তিনি বলেন, ‘ইউনূস সাহেব যখন প্রথম পলিটিক্যাল পার্টি থেকে ব্যাক করছিলেন বর্তমানেও তিনি ওই পার্টি থেকে অলরেডি ব্যাক করেছেন। আমার কাছে দুঃখ লাগে, এই মিটিংয়ের মাধ্যমে এনসিপি আজ এতিম হয়ে গেল। এনসিপি তো নিজের কথা কয়।

গায়ের জোরে কথা বলত। এনসিপির নেতাদের কথাবার্তা, চাল-চলন, আচার-আচরণ, ব্যক্তিগত জীবনযাপন সব মিলে কিন্তু মানুষ তাদের পছন্দ করেনি। শেষ পর্যন্ত ইলেকশন যদি হয় আল্টিমেটলি কী হবে, জানি না। যদি ওরা একা একা ইলেকশন করে আল্টিমেটলি যদি করতে পারে আর কী।

তিনি আরো বলেন, ‘নির্বাচনে যাওয়ার জন্য এনসিপি এখনো তো নিবন্ধনও নেয়নি। যদি করতে পারে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কী। নিবন্ধন যেকোনো সময় চাইলেই তো পাওয়া যাবে। তারা কি শর্ত পূরণ করছে? পেয়ে যাবে আশা করি।

আবেদন করলেই পেয়ে যাবে ওই শর্ত পূরণ করা লাগবে না! অ্যাপ্লাই করলেই পেয়ে যাবে, ইউনূস সাহেব আছেন না, আছেন তো, সমস্যাটা কী?’

ভোটের মাঠে জামানত রক্ষাই হবে এনসিপির বড় সাফল্য, উল্লেখ করে তিনি বলেন, ‘ইলেকশন করতে তারা নামবে হয়তো-বা। যদি একটা আসনে যদি উনাদের জামানত রক্ষা হয়—এইটাই হবে তাদের বড় সাফল্য।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews