1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

ক্যাম্পাস থেকে ককটেল উদ্ধার, যা বললেন ঢাবি শিবির সভাপতি

  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৩ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পকেট গেটের সামনে সোমবার (১৬ জুন) পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।

এ নিয়ে সোমবার দুপুরে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও ঢাবি ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন।

পোস্টে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে আজ অবিস্ফোরিত ককটেল উদ্ধার—এটি প্রমাণ করে, ‘ক্যাম্পাস এখনো নিরাপদ নয়’ এই বয়ান প্রতিষ্ঠার চক্রান্ত আজও চলমান।

এসএম ফরহাদ লেখেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে আজকের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে।

ডাকসু নির্বাচন একমাত্র সমাধান উল্লেখ করে তিনি আরও বলেন, গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস গঠনের একমাত্র সমাধান— ডাকসু নির্বাচন। এটি বাস্তবায়নে প্রশাসনকে প্রতিটি সম্ভাব্য কনসার্ন বিবেচনায় নিয়ে যথাযথ সক্ষমতা ও দক্ষতার পরিচয় দিতে হবে।

সবশেষ তিনি লেখেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সমর্থন থাকা সত্ত্বেও ডাকসু পেছানোর ষড়যন্ত্রকে থামাতে না পারলে—ব্যর্থতার দায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্বসম্মানে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews