1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

রাশমিকা আমাকে যৌবনের দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে: সালমান

  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৪১ Time View

বলিউড সিনেমা ‘সিকান্দার’ শুটিংয়ে রাশমিকা মান্দানার প্রশংসায় পঞ্চমুখ সালমান খান। পরিচালক এ আর মুরুগাদোস এবং আমির খানের সামনেই বললেন, ‘ও আমাকে আমার ক্যারিয়ারের যৌবনের দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল।’

একদিকে ‘সিকান্দার’ হয়ে আসছেন সালমান, অন্যদিকে গোটা দেশ মেতে আছে ‘ভাইজান’-এর জাদুতে। তবে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে সালমান-রাশমিকার অনস্ক্রিন জুটি। ছবিতে ৫৯ বছরের সালমানের সঙ্গে ২৮ বছরের রাশমিকাকে রোমান্স করতে দেখা যাবে। বয়সের এই ব্যবধান নিয়েই তুমুল আলোচনা।

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সালমান, আমির ও পরিচালক মুরুগাদোসের একটি ভিডিও। সেখানে সালমান জানাচ্ছেন, রাশমিকার কর্মস্পৃহা ও কঠোর পরিশ্রম দেখে তার নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা মনে পড়ছে।

সালমান বলেন, ‘ও একজন ভীষণই পরিশ্রমী মেয়ে। দারুণ, দারুণ, দারুণ…। আমরা হায়দরাবাদে ছিলাম। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত শুটিং করেছি। সেই সময় ও ‘পুষ্পা ২’-এর শুটিংও করছিল। ও ‘পুষ্পা’র কাজ শেষ করে ফিরে আসত, তারপর আমাদের সঙ্গেও শুটিং করত। বিশ্রামের জন্য ওর হাতে যা সময় থাকত, সেটা কেবল এক লোকেশন থেকে আরেক লোকেশনে যেতেই ব্যয় হত। এটা দেখে আমার কেরিয়ারের শুরুর দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল।’

এরপর আমিরের দিকে তাকিয়ে সালমান যোগ করেন, ‘আমরা সবাই একসময় এমনটাই করেছি। ডাবল শিফটে কাজ করেছি।’

সম্প্রতি ‘সিকান্দার’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সালমানকে তার এবং রাশমিকার বয়সের পার্থক্য নিয়ে চলা ট্রোল প্রসঙ্গে প্রশ্ন করা হয়। জবাবে কিছুটা বিরক্ত হয়েই বলেন, ‘লোকজন আমার আর নায়িকার মধ্যে ৩১ বছরের বয়সের ব্যবধান নিয়ে কথা বলছে। কিন্তু নায়িকার যদি কোনো সমস্যা না থাকে, ওর বাবারও যদি সমস্যা না থাকে, তাহলে আপনাদের কোথায় সমস্যা, ভাই? যখন ওর বিয়ে হবে এবং ওর মেয়ে হবে, তখন আমিও ওদের সঙ্গেও কাজ করব। ওর স্বামীর অনুমতিও তো পেয়েই যাব।’

সালমানের এই মন্তব্য ঘিরেও সোশ্যাল মিডিয়ায় চলছে বিস্তর আলোচনা। তবে দর্শকের চোখ এখন ‘সিকান্দার’-এর দিকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews